Cosmopolitan Laboratory Institute
Announcement:
Financial Assistance

💰 আর্থিক সহায়তা (Financial Assistance)

আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বাস করা হয় যে, প্রতিটি শিক্ষার্থীরই শিক্ষার সমান অধিকার রয়েছে, অর্থনৈতিক অবস্থান যাই হোক না কেন। এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরণের আর্থিক সহায়তা প্রদান করে থাকি।

আমাদের সহায়তার ধরনসমূহঃ

  • বৃত্তি ও অনুদান: মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য নিয়মিত বৃত্তি প্রদান।

  • শিক্ষা উপকরণ সহায়তা: বই, খাতা, ইউনিফর্ম ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ।

  • ফি মওকুফ বা ছাড়: টিউশন ফি ও অন্যান্য শিক্ষাগত ব্যয়ের ক্ষেত্রে ছাড় অথবা সম্পূর্ণ মওকুফের সুবিধা।

  • খাবার ও পরিবহন সহায়তা: বিশেষ প্রয়োজন অনুযায়ী দুপুরের খাবার ও যাতায়াত খরচে সহায়তা।

আমরা চাই, কোনো শিক্ষার্থী যেন শুধুমাত্র অর্থের কারণে তার স্বপ্ন ও ভবিষ্যৎ থেকে পিছিয়ে না পড়ে। এ উদ্যোগে অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠান ও সমাজের সকল সদস্যকে আমরা আন্তরিকভাবে আহ্বান জানাই।

Follow us @Facebook
Visitor Info
100
as on 23 Oct, 2025 03:25 AM
©EduTech-SoftwarePlanet