Cosmopolitan Laboratory Institute
Announcement:
Notice Board

অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার ২০২৫ রুটিন
Published on Sunday, May 25, 2025


পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা বেশ দুশ্চিন্তায় থাকেন। বিশেষত যে সব পরীক্ষার ফলাফলের ওপর তাদের ভবিষ্যতের পড়াশোনা ও কাজের গতি প্রকৃতি নির্ভর করে। পরীক্ষায় ভালো করার জন্য পড়াশোনা ও ভালো প্রস্তুতির প্রয়োজন তো রয়েছেই। পাশাপাশি ভাগ্যও ভালো থাকতে হয়। আল্লাহর সাহায্য থাকতে হয়। অনেক সময় ভালো প্রস্তুতি থাকার পরও অতি দুশ্চিন্তার কারণে, নার্ভাস হয়ে পড়ার কারণে পরীক্ষা খারাপ হয়ে যায়। তাই আল্লাহর সাহায্য প্রার্থনা এবং আল্লাহর ওপর ভরসা থাকা খুব জরুরী।

 

১. ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিন। পড়াশোনায় ফাঁকি দিয়ে শুধু দোয়ার মাধ্যমে পরীক্ষায় ভালো করার চিন্তা করবেন না।

২. বেশি রাত জেগে পড়বেন না। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। ভোর থেকে পড়া শুরু করুন।

৩. আল্লাহর কাছে দোয়া করুন। পরীক্ষায় যাওয়ার আগে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন।

৪. বেশি বেশি এই দোয়া পড়ুন:

اللهم حاسبني حسابا يسيرا
উচ্চারণ: আল্লাহুম্মা হাসিবনী হিসাবান য়াসীরা)

অর্থ: হে আল্লাহ আমার হিসাব-নিকাশ বা পরীক্ষা সহজ করুন।

৫. আল্লাহর ওপর ভরসা রাখুন, তাওয়াক্কুল করুন এবং নির্ভার থাকুন। ভালো মন্দের ফয়সালা আল্লাহর ওপর ন্যস্ত করে অধিক দুশ্চিন্তা ত্যাগ করুন।

Follow us @Facebook
Visitor Info
100
as on 15 Jul, 2025 07:28 PM
©EduTech-SoftwarePlanet